
চট্টগ্রামের ক্রিয়েটিভ জগতে নতুন অধ্যায়ের সূচনা করেছে ইন্টেলজা স্টুডিও। এই ফুল ফার্নিশড এয়ার কন্ডিশনড মাল্টিপারপাস স্টুডিওতে একসাথে পাওয়া যাচ্ছে- ফটোশুট, ভিডিও শুট, লাইভ-স্ট্রিমিং ও পডকাস্ট রেকর্ডিংয়ের মতো আধুনিক সকল সুবিধা। এখানে আরও থাকছে ঘণ্টা ভিত্তিতে ভাড়া নেওয়ার সুবিধা, যাতে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো সময় নির্ধারণ করে শুট করতে পারেন।
সুগন্ধা ডি ব্লকে অবস্থিত এই আধুনিক স্টুডিওতে রয়েছে- অত্যাধুনিক লাইটিং, উচ্চমানের সেট-আপ এবং প্রফেশনাল শুটিং-গিয়ার। আরও আছে- গ্রিন, ব্ল্যাক এবং হোয়াইট তিন ধরনের স্ক্রিন অপশন। যার মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডগুলো তাদের ভিজ্যুয়াল আইডিয়া সহজেই বাস্তবায়ন করতে পারবে। এই স্টুডিওর বিশেষ আকর্ষণ হল-পডকাস্ট কর্ণার, যেখানে রয়েছে সাউন্ড-ট্রিটেড সেট-আপ, প্রিমিয়াম মাইক্রোফোন ও ক্রিয়েটিভ ব্যাকড্রপ।
এছাড়া টেলিপ্রম্পটার সাপোর্টেড রেকর্ডিং সিস্টেম যাতে প্রেজেন্টেশন বা কর্পোরেট ভিডিও সহজেই রেকর্ড করা যায়। এছাড়াও রয়েছে ড্রেসিং রুমের সুবিধা।
ইন্টেলজা স্টুডিওর উদ্যোক্তা শেখ মোহাম্মদ উজাইর বলেন, ‘এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে চট্টগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক আধুনিক প্রোডাকশন হাব তৈরি করা। অনেক সময় ভালো কনটেন্ট আইডিয়া থাকলেও পেশাদার সেট-আপ না থাকায় কাজের মানে ঘাটতি পড়ে। ইন্টেলজা স্টুডিও সেই সীমাবদ্ধতা দূর করতে কাজ করছে, যেন চট্টগ্রাম থেকেই তৈরি হয় দেশের মানসম্মত কনটেন্ট।’
এই সুবিধা কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি কর্পোরেট ব্র্যান্ড, প্রোডাকশন হাউস, ডিজিটাল এজেন্সি ও ফ্রিল্যান্সারদের জন্যও উন্মুক্ত। এর মাধ্যমে চট্টগ্রাম এখন ঢাকার বাইরেও হয়ে উঠছে ক্রিয়েটিভ প্রোডাকশনের অন্যতম গন্তব্য।
ঠিকানা : বাড়ি নং ১৭০, রোড নং ২, ব্লক-ডি, সুগন্ধা, চট্টগ্রাম যোগাযোগ: 01890-799490। ওয়েবসাইট: https://studio.intelzaa.com/
পূর্বকোণ/পিআর/এএইচ