চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চুয়েটে র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চুয়েটে র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

রাউজান সংবাদদাতা

১৯ আগস্ট, ২০২৫ | ১:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) র‌্যাগিংয়ের অভিযোগে ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগটি উঠেছে মুক্তিযোদ্ধা হলের একটি কক্ষকে ঘিরে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট ও সহকারি প্রভোস্টরা হঠাৎ পরিদর্শনে গেলে এন–৫১২ নম্বর কক্ষে কয়েকজন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অবস্থায় দেখতে পান। পরে এ বিষয়ে প্রভোস্টদের প্রতিবেদন হাতে পাওয়ার পর সোমবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক জড়িতদের বিরুদ্ধে নোটিশ জারি করেন।

 

নোটিশ পাওয়া শিক্ষার্থীরা সবাই ২০২৩–২৪ শিক্ষাবর্ষের। তারা হলেন— আহমেদ ইনতিসার, আব্দুল্লাহ আল নাসির, তানভীর খান, সাজ্জাদ হাসান, মনসুর আলম সিয়াম, মোনতাসির হোসেন মাহি, মো. রাফি আহম্মদ ভূইয়া, সাখাওয়াত হোসেন সজীব, এসকে ফাহিম আহমেদ এবং এম আতিকুর রহমান ফাহিম।

 

নোটিশে বলা হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ অধিদপ্তরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে হবে। একইসঙ্গে ব্যক্তিগত শুনানিতে উপস্থিত থেকে নিজেদের বক্তব্যও প্রদান করতে হবে।

 

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাগিংয়ের ঘটনায় শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট