চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুললো সাড়ে ৩ ফুট করে

কাপ্তাই সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:১৫ অপরাহ্ণ

অব্যাহত পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের ফলে আবারও কাপ্তাই হ্রদের পানি হুহু করে বৃদ্বি পেয়েছে। পানির স্তর ফের বিপৎসীমায় পৌঁছানোর কারণে এবার সাড়ে তিনফুট করে বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে।

 

এর আগে হ্রদের পানি কমানোর জন্য রবিবার (১ সেপ্টেম্বর) থেকে জলকপাটগুলো আড়াই ফুট খোলা ছিল। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে বাঁধের ১৬টি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি কর্ণফুলিতে নিস্কাশিত  হচ্ছে।

 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৮.৭৪ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানি বাড়ায় সাড়ে তিন ফুট করে গেট খুলে দেয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে নিষ্কাশিত হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট