চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য এলো আরও ৬৫ হাজার টন কয়লা

মহেশখালী সংবাদদাতা

২৩ জুন, ২০২৩ | ৩:৪৮ অপরাহ্ণ

৬৫ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পানামা পতাকাবাহী ‘নাবিওস অ্যাম্বার’ নামে আরেকটি ইন্দোনেশিয়ার জাহাজ কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ পাইলটদের নেতৃত্বে পাইলটেজ টিম জাহাজটি সতর্কতার সঙ্গে জেটিতে নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে গত দুই মাসে এলো ৩ লাখ টনের বেশি কয়লা।

কয়লা নিয়ে জাহাজ আসার বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে পানামা পতাকাবাহী ‘নাবিওস অ্যাম্বার’ জাহাজ ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে পৌঁছেছে। মাতারবাড়িতে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ এটি। এর আগে চারটি জাহাজ করে প্রায় আড়াই লাখ টন কয়লা এসেছে। কয়লা নিয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

তবে এখনও বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত দেড় বছরে ১১৬টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর। এর আগে ১১৫টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আনলেও বাকি দুটি বিশাল আকৃতির জাহাজ এনেছে বিদ্যুৎকেন্দ্রের কয়লা। আর এ পর্যন্ত অন্তত ২০ কোটি টাকার উপরে রাজস্ব পেয়েছে চট্টগ্রাম বন্দর।

আশেক উল্লাহ রফিক এমপি পূর্বকোণকে জানান, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য হাজার হাজার টন কয়লা নিয়ে একের পর এক জাহাজ আসছে। এটি ভালো সংবাদ। শীঘ্রই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।

পূর্বকোণ/হোবাইব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট