চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ভিটামিন এ ক্যাপসুল খেল সাড়ে ১৩ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

একদিনে নগরীসহ চট্টগ্রাম জেলার প্রায় সাড়ে ১৩ লাখ শিশুকে খাওয়ানো হল ভিটামিন এ ক্যাপসুল। গতকাল (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় এসব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, জেলার ১৫ উপজেলায় সর্বমোট ৮ লাখ ১৩ হাজার ৩৬৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯৩ হাজার ১৭৮ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ২০ হাজার ১৯১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

 

চসিকের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে সর্বমোট ৫ লাখ ৩০ হাজার ২৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭৮ হাজার ১২৪ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫১ হাজার ৯০৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।  সংশ্লিষ্টরা জানান, রবিবার (গতকাল) সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থায়ী, ভ্রাম্যমাণ ও অস্থায়ী কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট