চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামস্থ সেনবাগ উপজেলা সমিতি। শুক্রবার (১৭ জুন) রাতে নগরীর আগ্রাবাদ হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে সেনবাগের এ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।

 

চ্যানেল ২৪ এর বিশেষ প্রতিনিধি ও সমিতির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঁইয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা উপস্থিত ছিলেন।

 

সেনবাগ সমিতির সভাপতি একেএম শামসুজ্জামান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বাবলু। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মীর্জা ও অর্থসম্পাদক পেয়ার আহমদ ভূঁইয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, একজন খারাপ মানুষও চায় বিচারক একজন ভালো মানুষ হোক, পবিত্র মানুষ হোক। সেই জায়গা থেকে বিচারিক কাজ করা খুব কঠিন। এটা একজন মানুষের জন্য অনেক কষ্টের। আমরা ইতিহাস থেকে দেখেছি, কেউ কাজী হতে চাইতেন না। বিচারক কেউ হতে চাইতেন না। এটা যেহেতু কঠিন কাজ তাই ইউরোপের দেশগুলোতে এখনও অনেকে বিচারক হতে চায় না।

 

তিনি বলেন, আমাকে শুধু সেনবাগের মানুষ হিসেবে গণ্য করলে হবে না, আমি সারাদেশেরই একজন বিচারক এবং বিচারক হিসেবে আমি অন্ধ। বিচারকের জন্য জাত, ধর্ম বলে কিছু নেই। আমি সুদীর্ঘ সময় বিচারিক কাজ করার কারণে হয়তো অথরিটি আমাকে আপিল বিভাগে দায়িত্ব দিয়েছে। আমার পরিশ্রম, মেধা, আমার সততা সব কিছু বিবেচনায় নিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এটা সেনবাগের মানুষের জন্য একটা গর্বের বিষয়। আমি নিজেও নোয়াখালীর সন্তান পরিচয় দিতে গর্ববোধ করি। কেউ আমাকে আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে, আমি নির্দ্বিধায় বলি আমার বাড়ি নোয়াখালী।

 

বঙ্গবন্ধু প্রশ্নে সবাইকে ঐক্যমতে থাকার অনুরোধ জানিয়ে বিচারপতি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে যদি দেশ স্বাধীন করা না হতো, তাহলে আজকে আমরা বিচারক হতে পারতাম না। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারতাম না অথবা মেয়র হতে পারতাম না, জেলা জজ হওয়া সম্ভব হতো না। তাই আমি একটা অনুরোধ করবো, এখানে হয়তো আপনারা বিভিন্ন বর্ণের, মতভেদের লোক থাকতে পারেন। রাজনৈতিক প্রেক্ষাপটে মতভেদ থাকতে পারে। গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকবেই। তবে একজন ব্যক্তির বিষয়ে আমার মনে হয় সবার ঐক্যমত থাকা দরকার। বঙ্গবন্ধুর ব্যাপারে সবার মানসিকতা একরকম হওয়াই সমীচীন মনে করি। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট