চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পৃথিবীকে বাঁচাতে একদিন পর পর মলত্যাগ করুন: বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০১৯ | ৫:০৯ অপরাহ্ণ

 

পৃথিবীকে বাঁচানোর উপায় হিসাবে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো মানুষকে একদিন পর পর মলত্যাগ করার পরামর্শ দিয়েছেন।

কিভাবে পরিবেশকে রক্ষা করে কৃষির উন্নয়ন করা যায় সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

একটি প্রতিবেদনের বরাত দিয়ে ওই সাংবাদিক জানান, এ গ্রহে গ্রিনহাউজ প্রভাবের এক চতুর্থাংশের জন্য দায়ী বন উজাড় ও কৃষিক্ষেত্র।

প্রতিক্রিয়ায় বলসোনারো মন্তব্য করেন, খানিকটা কম খাওয়া এক্ষেত্রে যথেষ্ট। আপনি পরিবেশ দূষণের বিষয়ে কথা বলছেন তো? সেক্ষেত্রে একদিন পর পর মলত্যাগ করলেই হবে। এটি পুরো বিশ্বের জন্যই ভালো হবে।

সম্প্রতি ব্রাজিলের সরকারি তথ্যে উঠে আসে যে, এমাজনে বন উজাড় হয়ে যাওয়া ঘটনা বেড়ে গেছে। আর এ তথ্য উঠে আসার পর বলসোনারো তোপের মুখে পড়েন। যে সংস্থাটি এই বন উজাড় বেড়ে যাওয়ার বিষয়টি সামনে এনেছিলেন বলসোনারো সেই সংস্থার প্রধানকে বরখাস্ত করেন।

বিজ্ঞানীরা বলছেন, বলসোনারো জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে এমাজন ক্রমান্বয়ে ক্ষতির মুখোমুখি হচ্ছে। কারণ তার সরকার যে নীতি নিয়েছে সেগুলোতে পরিবেশ সংরক্ষণের চাইতে উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে বেশি।

ব্রাজিলের মহাকাশ সংস্থার তথ্য থেকে দেখা গেছে, গত বছরের জুনে এমাজনে যে পরিমাণ বনভূমি ধ্বংস করা হতো, এ বছরের জুনে – অর্থাৎ পুরো এক বছরের মাথায় – এই বন উজাড়ের হার ৮৮% বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট হিসাবে এমাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বৈশ্বিক উষ্ণায়নের গতি কমাতে সাহায্য করে।
এদিকে এমাজনে গাছ কাটার সবচেয়ে বড় কারণ গবাদি পশুর জন্য নতুন চারণভূমি তৈরি করা, এমনটাই বলছে সরকারি পরিসংখ্যানগুলো।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন