চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

২৮ জুলাই, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

বিশ্বায়নের যুগে পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সম্মেলন কক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে গত শনিবার এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বহুজাতিক কোম্পানির সেবা প্রত্যাশা ও চ্যালেঞ্জ ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন এ্যাভেরি ডেনিসন বাংলাদেশের বিক্রয় ব্যবস্থাপক আমির দাউদ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. ফসিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ড. রাজীব চক্রবর্তী। প্রধান অতিথি বলেন, বর্তমান ব্যবসা বাণিজ্যের যুগে বহুজাতিক কোম্পানি সম্পর্কে যথাযথ জ্ঞানার্জন এখন সময়ের দাবি। সেমিনারে প্রধান বক্তা বলেন, “বিশ্বায়নের যুগে বহুজাতিক কোম্পানিগুলো সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে যথাযথভাবে প্রয়োগ করতে বহুজাতিক কোম্পানিগুলোর সেবার প্রত্যাশা ও চ্যালেঞ্জ সম্পর্কে সঠিকভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিনারে ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ড. রাজীব চক্রবর্তী বলেন, “প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চাকুরি বাজার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে অত্যাবশ্যক হয়ে পড়েছে।” এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন মো. ইউনুস, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট