চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের দুই উপজেলায় ৬ ইটভাটা ভাঙল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২১ | ৯:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটাহাজারী ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

 

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন। এ সময় অবৈধ ইটভাটাগুলোর চিমনীসহ গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয় কার্যক্রম। ধ্বংস করা হয় কাঁচা ইট ও ইট তৈরির সরঞ্জাম।

অবৈধ ইটভাটাগুলো হল- হাটহাজারী এলাকার সেঞ্চুরি ব্রিকস, মির্জাপুর ব্রিকস, শাহেন শাহ ব্রিকস, গাউছিয়া ব্রিকস, চট্টলা ব্রিকস ও সীতাকুণ্ড এলাকার নুরজাহান ব্রিকস।

হাটহাজারী উপজেলায় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন ও সীতাকুণ্ড উপজেলায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট