চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার ৭০ হাজার ট্রাম্প সমর্থকের একাউন্ট বন্ধ করল টুইটার

অনলাইন ডেস্ক

১২ জানুয়ারি, ২০২১ | ১:১৮ অপরাহ্ণ

৭০ হাজারের বেশি ট্রাম্প সমর্থকদের একাউন্ট সাময়িক বন্ধ করে দিয়েছে টুইটার। মার্কিন ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর কিউ এননের সঙ্গে জড়িত থাকায় এ পদক্ষেপ নেয় ক্ষুদে ব্লগের এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এএফপি’র।

এর আগে গত শুক্রবার (৮ জানুয়ারি) ট্রাম্পের টুইট সহিংসতা উসকে দিতে পারে এমন আশঙ্কা থেকে তার একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।

এক ব্লগ পোস্টে টুইটার জানায়, শুক্রবার থেকে ৭০ হাজারের বেশি একাউন্ট সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি একাধিক একাউন্ট রয়েছে এমন একাউন্টও ছিল। ব্যাপক আকারে কিউ এননসংশ্লিষ্ট পোস্ট করায় এসব একাউন্ট যুক্ত ছিল। মূলত ষড়যন্ত্র তত্ত্ব প্রচারে তারা বেশি নিবেদিত ছিল।

রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘পার্লার’ থেকে পরে ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন। এ নিয়ে তিনি অন্যান্য সাইটের সঙ্গে আলাপ করছেন বলেও জানান।

ইতিমধ্যেই পার্লার গুগল প্লেস্টোর থেকে নিষিদ্ধ করা হয়েছে। এপল স্টোর থেকে সম্ভাব্য অপসারণ সম্পর্কে পার্লারকে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন