চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাতুনগঞ্জে ঢুকেছে ভারতের পেঁয়াজ

পাঁচ ট্রাক ঢুকেছে, আড়ত থেকে বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারি, ২০২১ | ১২:০০ অপরাহ্ণ

ভারত পুনরায় পেঁয়াজ রপ্তানি শুরুর পর চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে আড়তে ঢুকেছে পাঁচ ট্রাক পেঁয়াজ। গতকাল রবিবার এসব পেঁয়াজ ট্রাক থেকে নামানোর পর আড়ত থেকে বিক্রি শুরু হয়। সকালে ৪৮ টাকা থেকে ৫২ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হলেও বিকেলে এসব পেঁয়াজ ৪৭ টাকা দরে বিক্রি হয় বলে জানান আড়তদাররা।

খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তদার মো. জাবেদ ইকবাল পূর্বকোণকে বলেন, শনিবার ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে ঢুকার পর খাতুনগঞ্জে আজ (গতকাল রবিবার) ২ ট্রাক পেঁয়াজ ঢুকেছে। দুই ট্রাকে প্রায় ২৭টন পেঁয়াজ রয়েছে।

এদিকে চাক্তায়ে ঢুকেছে আরো ৩ ট্রাক পেঁয়াজ। এ বিষয়ে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান খালেদ পূর্বকোণকে জানান, চাক্তাইয়ে আজ (গতকাল রবিবার) তিন ট্রাক পেঁয়াজ বাজারে ঢুকেছে। এতে আগে থাকা বাজারের অন্য পেঁয়াজের উপর কিছুটা প্রভাব পড়েছে।

 

পূর্বকোণ/পি-মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট