চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

ঢাকায় রাতভর অভিযানে স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২০ | ১১:২৩ পূর্বাহ্ণ

রাজধানীর মেরুল বাড্ডায় মনির হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রাতভর অভিয়ান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্ত্র, মাদক পাওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব -৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার মধ্যরাতে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তারা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জানতে চাইলে র‌্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মনিরকে গ্রেপ্তার করা হয়েছে।

ছয়তলা বাড়ির তিনটি ফ্লোর নিয়ে ‘গোল্ডেন মনির’ নামে পরিচিত এই ব্যবসায়ী থাকেন, বাকি তিনটি ফ্লোর খালি।

অভিযানে বিপুল পরিমাণ টাকা, অস্ত্র এবং স্বর্ণালঙ্কার পেয়েছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে, যার মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র নেই বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

এএসপি ফারজানা বলেন, উদ্ধার করা টাকা গণনা করা হচ্ছে। স্বর্ণালঙ্কারগুলো ব্যবহৃত। তবে সবকিছু যাচাই বাছাই করা হচ্ছে।

পরে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেন তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট