চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

দুই বছরে এমব্রোশিয়া হোটেলের ভ্যাট ফাঁকি ১৭ লাখ টাকা

দুই বছরে এমব্রোশিয়া হোটেলের ভ্যাট ফাঁকি ১৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২০ | ৫:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত এমব্রোশিয়া হোটেল কর্তৃপক্ষ প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ১৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) এমব্রোশিয়ার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির কারণে মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে সংস্থার উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে ভ্যাট গোয়েন্দার দল ৭ সেপ্টেম্বর রেস্টুরেন্টটিতে আকস্মিক পরিদর্শন করে। এতে তারা কতিপয় বাণিজ্যিক দলিলাদি জব্দ করে। যাতে দেখা যায়, মাসিক রিটার্নে তাদের প্রদর্শিত বিক্রয়ের সঙ্গে ব্যাপক গরমিল রয়েছে।

অনুসন্ধান অনুসারে, ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সময়ে রেস্টুরেন্টের প্রকৃত মোট বিক্রির পরিমাণ ৩ দশমিক ৬৯ কোটি টাকা। এই মূল্যের ওপর ভ্যাট আরোপযোগ্য হয় ৫৫ দশমিক ৩৩ লাখ টাকা। কিন্তু এমব্রোশিয়া ওই একই সময় মাসিক রিটার্নের মাধ্যমে ভ্যাট দিয়েছে মাত্র ৪১ দশমিক৮৬ লাখ টাকা।পরিহারকৃত ভ্যাটের পরিমাণ ১৩ দশমিক ৪৫ লাখ টাকা। সময়মত ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুসারে ২ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে ১৭ দশমিক ২৪ লাখ টাকা।

 

 

 

 

 

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট