চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

জেলিযুক্ত চিংড়ি: খাগড়াছড়িতে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ি সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির জেলা সদরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৭ অক্টোবর) পৌর বাজারে ভারপ্রাপ্ত ইউএনও সায়মা আবছারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় চিংড়ি মাছে ক্ষতিকারক জেলি ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সায়মা আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীর কাছে থাকা জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। ক্ষতিকারক জেলি ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/জহুরুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট