চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে অবৈধ কারেন্ট জাল পোড়ালেন ইউএনও

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৮ জুন, ২০২০ | ৬:২৩ অপরাহ্ণ

 নিষেধাজ্ঞাকালে কাপ্তাই লেকে চুরি করে মাছ ধরার সময় জব্দকৃত ২ হাজার মিটার কারেন্ট জাল এবং ১ হাজার মিটার সুতার জাল পোড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।
আজ রবিবার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে কাপ্তাই লেক হতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কাপ্তাই নৌ পুলিশ কর্তৃক আটককৃত এসব কারেন্ট জালগুলো পোড়ানো হয়। এসময় কাপ্তাই নৌ পুলিশ এর উপপরিদর্শক আব্দুল গাফফারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ২৩ জুন কাপ্তাই লেকে অবৈধ ভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় কাপ্তাই নৌ পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্সসহ ২ হাজার মিটার কারেন্ট জাল, ১ হাজার মিটার সুতার জাল এবং ২ টি ডিঙ্গি নৌকা জব্দ করেন।
এই বিষয়ে কাপ্তাই থানায় মৎস্য আইনের অধীনে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/জিগারুল-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট