চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অঘোষিত ‘লকডাউনে’ও স্বর্ণের দোকানে চুরি

লামা সংবাদদাতা

২৮ মার্চ, ২০২০ | ৮:৩৯ অপরাহ্ণ

দেশ যখন করোনা আতঙ্কে, ঠিক তখনই বান্দরবানের লামা বাজারের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতের কোন এক সময় লামা বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত রাজেশ জুয়েলার্স নামের ওই দোকানের গ্রিল ভেঙ্গে এই স্বর্ণালঙ্কার চুরি হয়।

রাজেশ জুয়েলার্সের মালিক শশ বিন্দু ধর বলেন, গতরাতে দোকানের শোকেজ ভেঙে ৩০ ভরি রুপা ও দোকানের কারিগরের ড্রয়ার ভেঙ্গে অসম্পূর্ণ কাজ করা সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চোরের দল অনেক চেষ্টা করেও দোকানের মূল সিন্দুক ভাঙ্গতে পারেনি। তাই বড় ধরনের ক্ষতি থেকে রেহাই পেয়েছি। সকালে কারিগর দোকান খুলতে এসে দেখে গ্রিল খোলা ও তালা নেই। দোকানের ভিতরে মালামাল অগোছালো। চুরি ও তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম চোরেরা ফেলে গেছে। তা আলামত হিসেবে পুলিশ নিয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করেছি।

এদিকে, খবর পাওয়া মাত্র লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

 

 

 

পূর্বকোণ/রফিক-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট