চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সমাবেশে ডা. সেখ ফজলে রাব্বী

সচেতনতাই একটি সুন্দর জাতি উপহার দিতে পারে

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:২০ পূর্বাহ্ণ

ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে গতকাল শুক্রবার সকালে সমিতির সহ-সভাপতি আলহাজ এস এম শওকত হোসেনের সভাপতিত্বে র‌্যালি, সুধী সমাবেশ ও আদর্শ ডায়াবেটিক রোগীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সা. সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।

প্রধান অতিথি চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী ভাষার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের ৬৭ ভাগ লোক মারা যাচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগে। শুধুমাত্র সচেতন হয়ে, নিয়মিত হেঁটে, লাইফস্টাইল পরিবর্তন পূর্বক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সচেতনতাই উপহার দিতে পারে একটি সুন্দর জাতি। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ডায়াবেটিক শিশু রোগী এবং টাইপ ১ ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিন প্রদানের সরকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রোগী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুল মতিন সরকার, সহ-সভাপতি আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, নির্বাহী সদস্য এস এম জাফর, এডভোকেট জয়শান্ত বিকাশ বড়–য়া, মো. রাকিবুল ইসলাম, এডভোকেট চন্দন কুমার তালুকদার, এডভোকেট আকতার হোসেন, মো. হাসান মুরাদ, হাসপাতালের এ্যাসিস্টেন্ট ডিরেক্টর হাসিনা আকতার লিপি, এম. কামরুল ইসলাম এবং প্রফেসর ইউসুফ জালাল প্রমুখ। ২য় পর্বে পুষ্টিবিদ হাসিনা আকতার লিপির সঞ্চালনায় ১২ জন আদর্শ সচেতন ডায়াবেটিস রোগীকে সম্মাননা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট