চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে ছাত্রলীগকর্মী বহিষ্কার

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীকে ‘হেনস্থা’ করার দায়ে ছাত্রলীগ কর্মী জুনাইদ হোসেন জয়কে তিন মাসের জন্য বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে শাখা ছাত্রলীগ থেকেও তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত জয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

গত রোববার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে ‘বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্সের সভা’র রিপোর্ট অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারের আদেশ গত ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।’
প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সহনশীল হওয়া উচিত। একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।’
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ঝুপড়িতে দৈনিক বণিক বার্তার বিশ^বিদ্যালয় প্রতিবেদক জোবায়ের চৌধুরীকে হেনস্থার অভিযোগ এনে তিনদিনের আল্টিমেটাম দিয়ে প্রক্টর বরাবর অভিযোগ পত্র দেয় চবিসাস। এ প্রেক্ষিতে একইদিন অভিযুক্তকে শোকজ করে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট