চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দীঘিনালায় ১১ লাখ টাকাসহ ইউপিডিএফ নেতা আটক     

দীঘিনালা সংবাদদাতা

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় আকাশ চাকমা ওরফে এ্যাকশন (৩৮) নামে এক ইউপিডিএফ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৩ ফেব্রুযারি) রাতে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মইগ্যা কারবারীপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। সোমবার সকালে তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আকাশ চাকমা প্রসীতপন্থী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য এবং বাবুছড়া এলাকার নলেন্দ চাকমার ছেলে বলে জানা যায়।

আটকের পর তার কাছ থেকে নগদ ১১ লাখ ৮৪ হাজার ৮৪৫ টাকাসহ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। আটক আকাশ চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র চীফ কালেক্টর হিসাবে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় দায়িত্ব পালন করছে বলে সেনাবাহিনী সূত্রে জানা যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, আকটকৃত ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট