চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ২৭

রাঙামাটি সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:২৬ অপরাহ্ণ

রাঙামাটিতে পিকনিক পার্টির বাস উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসটির হেলপার ছিলেন। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি। এছাড়া গুরুতর আহত হয়েছেন, ২৭ জন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পলাতক। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাঙামাটি সদরের সাপছড়ির শালবাগান বেইলিব্রিজ এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের কর্ণফুলীর পতেঙ্গা থেকে রাঙামাটির উদ্দেশে পিকনিকে আসছিল বাসটি। রাঙামাটির সাপছড়িতে এসে বাসটি উল্টে গিয়ে হেল্পার নিহত হয়। ২৭ জন আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাসের যাত্রীরা সবাই পতেঙ্গা ট্রেন্ডেক্স ফার্নিচার গার্মেন্টসের কর্মী বলে জানা গিয়েছে। এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালে এখনো পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরপরই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি(তদন্ত) খান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ১ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী আহতদের খোঁজ খবর নিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে আসেন।এ সময় জেলা প্রশাসক নিহত হেলপারের পরিবারকে ১৫ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট