চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইআরজিসি ব্রেইন ইনজুরির কথা বলে নিহত সেনাদের তথ্য গোপন করছে আমেরিকা

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে নিহত সেনার সংখ্যা গোপন করার জন্যই আমেরিকা তাদের সেনাদের ব্রেইন ইনজুরির কথা বলছে। আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ শনিবার ইরানের ওয়াতান ই-এমরুজ পত্রিকায় এ কথা লিখেছেন।

তিনি বলেন, “আমরা উপসংহারে এ কথাই বলব যে, আইন আল-আসাদ ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে নিহত মার্কিন সেনাদের কথা আমেরিকা রূপক অর্থে ‘ব্রেন ইঞ্জুরি’ বলছে।”

‘ব্রেইন ট্রমা’ তা সে ছোট হোক, মাঝারি হোক আর মারাত্মক হোক- তা মূলত মার্কিন নিহত সেনার সংখ্যায় প্রকাশ করছে, কিন্তু আমেরিকা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।”

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট