চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষা প্রতিষ্ঠানের বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তারা

উন্নত জাতি গঠনে ছাত্ররা আশা জাগাচ্ছে

মফস্বল ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২০ | ৫:০৭ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, উন্নত জাতি গঠনে সুশিক্ষার কোন বিকল্প নেই। তারা আমাদের সোনালী ভবিষ্যতের আশা জাগাচ্ছে।

হাইদগাঁও উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যমুনা ওয়েল কোম্পানীর লি.’র ডিজিএম আহমদ নুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, ইউপি মেম্বার শহিদুল ইসলাম জুলু, অভিভাবক সদস্য সামশুল আলম, তাপস কান্তি গুহ, নুর মিয়া, মমতাজ বেগম, শিক্ষক প্রতিনিধি অজুফা আহমদ, জাহেদা সুলতানা, তানিয়া ইয়াছমিন, শিক্ষক সুরঞ্জিত চক্রবর্তী, মো. মহিউদ্দীন প্রমুখ।
গাউছিয়া হক ভা-ারী ইসলামিক ইন্সিটিটিউট: বোয়ালখালী নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রতিষ্ঠান সুপার মাওলানা গিয়াস উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল করিম নুরু। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জহুরুল ইসলাম জহুর, হেলাল উদ্দিন প্রমুখ।
উরকিরচর উচ্চ বিদ্যালয়: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জানুয়ারি। প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মো. মুছা, মো. ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, অভিভাবক সদস্য কাউছার মেম্বার, জাহেদুল্লাহ মেম্বার, রাশেদা বেগম, আওয়ামী লীগ নেতা এসএম দিদারুল আলম প্রমুখ। শিক্ষক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল আজম, অজয় কুমার ভট্টাচার্য্য, মেরি বিশ্বাস, পরেশ চন্দ্র সাহা, মো. আবু তালেব, মৃণাল কান্তি দাশ, কীর্তি রঞ্জন বড়ুয়া, সুমি ঘোষ, জাহাঙ্গীর আলম, শ্যামল দাশ, ইয়াছিন, মুমিনুল হক, অভি চৌধুরী, মো. নুরুল আজিম প্রমুখ।
কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক অজিত কুমার সেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক অঞ্জন বড়–য়া, সাংবাদিক জাহেদুল আলম, কাঞ্চন দাশগুপ্ত, হারাধন বসু, অধ্যাপক সুদর্শন চক্রবর্তি, কমলিকা সেনগুপ্তা। স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনছারুল আলম চৌধুরীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আকতার জাহান চৌধুরী। অনুষ্ঠানের বিভিন্ন পর্বের পৃথক সঞ্চালনা করেন মাস্টার সুরজিত সেনগুপ্ত, রূম্পী চৌধুরী, শিবানী চক্রবর্তি, নিলিমা ভট্টাচার্য্য, মৌসুমী মুৎসুদ্দী।
রাউজান আবদুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। স্কুলের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুস সালামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন, জালাল উদ্দিন, বখতেয়ার উদ্দিন, প্রধান শিক্ষক এনায়েত উল্লাহ।
উত্তর গুজরা উচ্চ বিদ্যালয়: রাউজানের নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. রোশাঙ্গীর আলম। প্রধান শিক্ষক মানস কুমার দাশ গুপ্ত’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিয়া উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য বরুণ মজুমদার, অভিভাবক সদস্য হাবিব উল্লাহ, সাংবাদিক মো. আলাউদ্দীন, জয়নাল আবেদিন।
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ স্কুলে মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি। স্কুলের প্রধান শিক্ষক মনতোষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ। স্কুলের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, বাঁশখালী থানার উপ-পরিদর্শক বিমল দাশ, সিনিয়র শিক্ষক মো. ওসমান, অভিভাবক সদস্য আমির হোসেন, শিক্ষক অচিন্ত্য কুমার আচার্য্য, সজীব দে। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তন্নি মুহুরী, ফাতেমা চৌধুরী রুহ।
পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিনলানায়তনে অনুষ্ঠিত হয়েছে গত ২৬ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনর্চাজ রেজাউল করিম মজুমদার। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, কমিটির সদস্য আবু জাফর চৌধুরী, চেয়ারম্যান বদরুউদ্দিন চৌধুরী, সাবেক ভিপি সামশুল আলম, ডা. শাহেদ বিন মোস্তাফা, পরীক্ষার্থী সাইরাতুন নেছা সুমি, জাহেদুল ইসলাম, মাসাকিন পুষ্পা, সায়লা তাসনিম, তারবিহুন নেছা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সামশুল আলম হেলালী, তাহমিনা আক্তার, মোমেনুল ইসলাম প্রমুখ।।
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়: বাঁশখালীর নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল আজিম চৌধুরী, ইংল্যান্ডের কাম্বারল্যান্ড কলেজের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর জামাল উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম।
বাঁশখালী বাহারছড়া রতœপুর উচ্চ বিদ্যালয়: বাঁশখালীর নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি। প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংগঠক মুজিবুর রহমান। বক্তব্য রাখেন রফিক আহমদ তালুকদার, ডা. মো. হারেছ, মোক্তার আহমদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল কাদের চৌধুরী, আবুল বশর, রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উত্তর গোমদ-ী উচ্চ বিদ্যালয়: বোয়ালখালীর নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে গত ২৭ জানুয়ারি। প্রধান শিক্ষক একেএম হারুন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। বক্তব্য রাখেন দাতা সদস্য নজু মিয়া তালুকদার, শিক্ষানুরাগী সদস্য ওসমান গণী চৌধুরী, অভিভাবক সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, জফুর আলম, শিক্ষক জাহাঙ্গীর আলম, এমদাদ হোসেন, সজল কুমার মহাজন, কৃঞ্চ শর্মা, মোরশেদুল আলম, এসএম আনিসুল ইসলাম, রাশেদা খানম, শামসুন নাহার, নূর আহমদ, আলিম উদ্দিন, রাশেদা খানম, পরীক্ষার্থীদের মধ্যে সানজিদা ইসলাম, নুসরাত জাহান, নয়ন নাথ, বিবি মরিয়ম প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মৌলানা নূর আহমদ।
রাঙ্গুনিয়ার কোদালা উচ্চ বিদ্যালয়: নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীণ বরণ বিদ্যালয় মিলনাতয়নে অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউছার নূর লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক হালিম তালুকদার, ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বদিউল আলম মাষ্টার, ইউপি সদস্য মো. আবদুল্লাহ, আবুল হাশেম সওদাগর। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়–য়া, পরিচালনা পরিষদ সদস্য ইউনুছ, জহির আহমদ, শামসুল আলম তালুকদার, মুফিজুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।
তিনটহরী উচ্চ বিদ্যালয়: মানিকছড়ির নিজস্ব সংবাদদাতা জানান, প্রতিষ্ঠানের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বরণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি। জেলা পরিষদ সদস্য এমএ জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রাজ্জাক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, অফিসার ইনচার্জ মো. আমির হোসেন, (তদন্ত) মো. আমজাদ, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ^াস, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেবুবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য মো. আবদুল আলিম, রাজীব বড়–য়া, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, ক্যজাই মারমা প্রমুখ। সাংবাদিক আবদুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম।
জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৪ জানুয়ারি। মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ আমিনুর রহমানের সভাপতিত্বে মাহফিলে আলোচনায় অংশ নেন, প্রভাষক মাওলানা আমজাদ হোসেন, মাওলানা মামুনুল হক, সিনিয়র শিক্ষিকা শাহেদা বেগম, মাহফুজ মিয়া, মাওলানা নিজাম উদ্দিন, মো. ইসহাক, মো. মামুনুল হক, মাওলানা মহিউদ্দীন, নাজমা বেগম, মাও আব্দুল মাজেদ, মাও আবু তালেব, হাফেজ মো. টিপু সোলতান প্রমুখ।

হাশিমপুর এমএকেইউ উচ্চ বিদ্যালয়: চন্দনাইশের নিজস্ব সংবাদদাতা জানান, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারি সকালে। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নোমান শফির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন, পরিচালনা পরিষদ সদস্য যথাক্রমে নুরুল আবছার, আবদুল মালেক, আবু বক্কর, যুবনেতা জমির উদ্দিন, শিক্ষক যথাক্রমে তপন কান্তি দাশ, শিরীন আকতার, রাজু বড়–য়া প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট