চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আরেকটি হ্যাটট্রিক রশিদ খানের

স্পোর্টস ডেস্ক

৯ জানুয়ারি, ২০২০ | ৩:৫৭ পূর্বাহ্ণ

বিস্ময়কর রশিদ খান টি-টোয়েন্টিতে পেলেন আরেকটি হ্যাটট্রিক। গতকাল বুধবার বিগ ব্যাশ লিগে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকের স্বাদ পান আফগানিস্তানের এ লেগ স্পিনার।

এডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ খেলা রশিদ খান নিজের দ্বিতীয় ওভারে পান প্রথম উইকেট। তৃতীয় ওভারে জেমস ভিঞ্চের উইকেট নিয়ে পথ চলা শুরু রশিদের। ইংলিশ ওপেনার ক্যাচ দেন উইকেটের পেছনে। পরের বলেই তার শিকার জ্যাক এডওয়ার্ডস। ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের দুয়ার খুলে দেন রশিদ। চতুর্থ ওভারের প্রথম বলে এসে আবার উইকেট। এবার তার শিকার জরদান শিল্ক। দারুণ গুগলিতে বোল্ড হন ডানহাতি ব্যাটসম্যান। ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়েও অবশ্য দলকে জেতাতে পারেননি রশিদ খান। তার দল এডিলেড হেরেছে ২ উইকেটে। আগে ব্যাটিং করে এডিলেড ১৩৫ রানে গুটিয়ে যায়। জবাবে সিডনি সিক্সার্স ৮ বল আগে ২ উইকেটের জয় নিশ্চিত করে। ২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পান রশিদ খান। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে পেয়েছিলেন তিন বলে তিন উইকেট।

দ্বিতীয় হ্যাটট্রিকটি আসে জাতীয় দলের জার্সিতে। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জার্সিতে পেয়েছিলেন হ্যাটট্রিক। রশিদ খানের পর বিগ ব্যাশে এসেছে আরেকটি হ্যাটট্রিক। সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন স্টার্সের পেসার হ্যারিস রউফ পেয়েছেন হ্যাটট্রিক। ইনিংসের শেষ ওভারে একে একে আউট করেন ম্যাথু গিলকেস, ক্যালাম ফার্গুসন ও ড্যানিয়েল সামসকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট