চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এক সপ্তাহ বিশ্রামে তামিম

১৯ অক্টোবর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

পাঁজরের ব্যথায় সাত দিনের বিশ্রামে থাকবেন তামিম ইকবাল। মঙ্গলবার মিরপুর একাডেমির সেন্টার উইকেটে তামিম ব্যাটিং করছিলেন ঠিকঠাক। একাধিক পুল শটে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন। ঠিক তেমনই এক শট খেলতে গিয়ে তার পাঁজরে টান পড়ে। তখন ব্যথা অনুভব হয়নি। বুধবারও অনুশীলনে তামিম ছিলেন স্বাভাবিক। কিন্তু রাত থেকে বাড়তে থাকে পাঁজরের ব্যথা।

সেই ব্যথা নিয়ে বৃহস্পতিবার গিয়েছিলেন ফতুল্লায়। সেখানে চট্টগ্রামের হয়ে তার খেলার কথা ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে। কিন্তু মাঠে গিয়ে ফেরত আসেন বাঁহাতি ওপেনার। এরপর স্ক্যান করানোর পর জানতে পারেন সামান্য ‘টিয়ার’ ধরা পড়েছে। এ চোট সারতে সাত দিনের সময় প্রয়োজন। এ সময়টা তামিমকে বিশ্রামে কাটাতে হবে। ভারত সফর সামনে রেখে ২৫ অক্টোবর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এর আগে তামিম সুস্থ হয়ে যাবেন বলেন ধারণা দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘সকালে সে পাঁজরে ব্যথা অনুভব করেছে। আমরা তাকে খেলতে মানা করেছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট