চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বাংলাদেশে বড় পর্দায় এল ক্লাসিকো দেখাবে লা লিগা

পিছিয়ে যেতে পারে রিয়াল-বার্সা দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

স্বাধীনতাকামী কাতালান নেতাদের জেলে পাঠানো সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে বার্সেলোনা অঞ্চল। এমন অবস্থায় ২৬ অক্টোবরে বার্সেলোনার ন্যু ক্যাম্পে ম্যাচটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। স্প্যানিশ সরকারও এ ম্যাচ এখন আয়োজন করতে মানা করে দিয়েছে। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের প্রস্তাবে রাজি হয়নি দুই দলের কেউই। ফলে এ মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সময় নিয়ে প্রশ্ন থাকছেই। বাংলাদেশের লা লিগা সমর্থকদের এ নিয়ে দুশ্চিন্তা তাই কমানো যাচ্ছে না। এমন সময়েই সুখবরের প্রয়োজন হয় বেশি। আর সুখবরটি হলো প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে এল ক্লাসিকো ভিউ পার্টি। বিশেষ ম্যাচের দিন বড় পর্দায় অনেকটা স্টেডিয়ামের আমেজ সৃষ্টি করার এ ব্যবস্থা ইউরোপিয়ান ফুটবলে খুবই পরিচিত। এমনকি প্রতিবেশী ভারতেও গত কয়েক বছরে এটা দেখা যাচ্ছে। যদি রাজনৈতিক অস্থিরতা স্তিমিত হয়ে যায় এবং লা লিগা নির্ধারিত সময়েই খেলা হওয়ার ব্যবস্থা করতে পারে তবে ঢাকাতে পাঁচ হাজার দর্শক এল ক্লাসিকো দেখতে পারবেন এক সঙ্গে। বার্সেলোনা শহরের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে মঙ্গলবার, ১৫ অক্টোবর সাময়িকভাবে বন্ধ ছিল এল প্রাট এয়ারপোর্ট। কাতালুনিয়া সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষও হয়েছে বার্সেলোনার অনেক জায়গাতেই। প্রায় শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছিল, এমনকি সড়কপথেও যানবাহন চলাচল ছিল বন্ধ। ক্রোয়েশিয়ার হয়ে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলার পর বার্সেলোনায় ফেরা মিডফিল্ডার ইভান রাকিটিচকে বাড়ি ফিরতে হয়েছে পায়ে হেঁটেই।

ভবিষ্যতের কর্মসূচিও ঘোষণা করেছে কাতালুনিয়া সমর্থকেরা। ২৬ অক্টোবর, এল ক্লাসিকোর দিন শহরব্যাপী র‌্যালির ঘোষণাও দিয়েছেন তারা। এজন্যই ক্লাসিকোর ভেন্যু বদলের ব্যাপারে ভাবছে লা লিগা। তবে চাইলেই ভেন্যু বদলাতে পারবে না ফেডারেশন, জানিয়েছে মার্কা। কারণ এত কম সময়ের নোটিশে ভেন্যু বদলাতে হলে দুই ক্লাবের থেকেই সম্মতিসূচক আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া আবশ্যক। নিরাপত্তা এবং যাতায়াতের কারণ দেখিয়ে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের কাছে এ ব্যাপারে মত চাইবে ফেডারেশন, জানিয়েছে স্পোর্ট। বার্সেলোনার থেকে এ ব্যাপারে এখনও কিছু জানা না গেলেও স্প্যানিশ সংবাদপত্র এএস জানিয়েছে, এল ক্লাসিকোর ভেন্যু বদলের পক্ষে নেই রিয়াল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট