চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কোয়ালিটি স্কুল দাবায় চ্যাম্পিয়ন কলেজিয়েট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

৪ অক্টোবর, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

সিজেকেএস-কোয়ালিটি আইসক্রিম আন্ত: স্কুল দাবা প্রতিযোগিতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৭ রাউন্ডের এ প্রতিযোগিতায় তারা সর্বোচ্চ ২২ পয়েন্ট অর্জন করে এ কৃতিত্ব দেখিয়েছে। ২০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে গানার্স ইংলিশ স্কুল (বি) এবং ২০.৫ পয়েন্ট পেয়ে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল (এ) ৩য় স্থান অর্জন করে। খেলা শেষে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ র‌্যাব ফোর্সেস’র মহাপরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে চট্টগ্রামের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।

সংক্ষিপ্ত বক্তব্যে ড. বেনজীর আহমেদ বলেন, দাবা মেধার খেলা। অন্যসব শক্তির খেলা। ভারতীয় উপমহাদেশে যত জাতিগোষ্ঠী আছে এরমধ্যে বাঙালি সবচেয়ে চিন্তাশীল। তার প্রমাণ নোবেল প্রাইজের ক্ষেত্রে। উপমহাদেশে চারটি নোবেল প্রাইজের মধ্যে তিনটি পেয়েছে বাঙালি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডি.আই.জি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ইন্টারন্যাশনাল অর্গানাইজার ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল দাবা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক চৌধুরী মলি, স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভিন। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ মাহবুবুল আলম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার মিসেস আমেনা বেগম, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের চেয়ারম্যান মো. রফিক। চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ইয়াসমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এবং সিজেকেএস কাউন্সিলর শাহবাজ মুনতাসির চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীসহ একাধিক নির্বাহী সদস্য ও কাউন্সিলরবৃন্দ এবং সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান আহমদ ছিদ্দিকী, যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য আবদুল মালেক, মহসিন জামাল পাপ্পু, সৈয়দ আব্দুল আহাদ, এস এম তারেক, নাসির হাসান, টিংকু বড়–য়া, মো. আলী কায়ছার ও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট