চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের ড্র সম্পন্ন

গ্রু অফ ডেথে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

মোনাকোয় অবস্থিত উয়েফার সদর দফতরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ২০১৯-২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র। গ্রুপ ‘ই’তে ইতালির নাপোলি, অস্ট্রিয়ার সেলজবার্গ ও বেলজিয়ামের জেঙ্কের সঙ্গে সহজ গ্রুপেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।
জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির ইন্টার মিলানের সঙ্গে গতবারের সেমিফাইনালিস্ট বার্সেলোনা রয়েছে কঠিন গ্রুপ ‘এফ’ এ। গ্রুপ ‘এ’ তে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ প্রতিদ্বন্দ্বিতা করবে পিএসজি, গালাতাসারে ও ক্লাব ব্রুগির। গতবারের রানার্স টটেনহ্যাম হটস্পার গ্রুপ ‘বি’তে রয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেডের সঙ্গে। পেপ গুয়ার্দিওলার দলের কাছেও সুযোগ থাকছে অপেক্ষাকৃত সহজ গ্রুপের বাধা পেরিয়ে পরের রাউন্ডে উন্নীত হওয়ার। গ্রুপ ‘সি’তে রয়েছে প্রিমিয়র লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকে কাঠি উয়েফা চ্যাম্পিয়নস লিগের। ১১ ডিসেম্বর শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। এরপর ফেব্রুয়ারির মাঝের দিকে শুরু হবে রাউন্ড অফ ১৬।

আগামী বছর ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরস্কের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। ড্র’য়ের পাশাপাশি গত

মরশুমে ইউরোপ সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন।

একনজরে গ্রুপ বিন্যাস:
গ্রুপ ‘এ’- পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুগি, গালাতাসারে
গ্রুপ ‘বি’- বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম, অলিম্পিয়াকোস, ক্রেভনা ভেজদা
গ্রুপ ‘সি’- ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেস্ক, ডায়নামো জাগ্রেব, আটলান্টা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট