চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডি ভিলিয়ার্স এখন কী করবেন ?

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল, ২০২০ | ৩:৫৩ পূর্বাহ্ণ

অবসর ভেঙে এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের ধাক্কায় তাঁর ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে তাকে আর আন্তর্জাতিক মঞ্চে নাও দেখা যেতে পারে। ২০১৮ সালের ২৩ মে ‘ক্লান্ত’ ডি ভিলিয়ার্স বিদায় বলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে এভেইলেবেল না রাখলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানান মারকুটে ব্যাটসম্যান। বোঝাই যাচ্ছিল ক্যারিয়ারের শেষদিকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছিলেন ডি ভিলিয়ার্স। হয়েছেও তাই। আইপিএল, পিএসএলের পাশাপাশি বিগ ব্যাশ, বিপিএল, সিপিএলে অংশগ্রহণ করেছেন এ প্রোটিয়ান। ঘরের মাঠে টি-টোয়েন্টি লিগও খেলেছেন। ২০১৯ বিশ্বকাপে খেলার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। কিন্তু তখনকার বোর্ড ও কোচিং স্টাফ তাঁর অফার ফিরিয়ে দেয়। কিন্তু গ্রায়েম স্মিথ, কোচ বাউচার দায়িত্ব নেওয়ার পর নতুন করে ডি ভিলিয়ার্সকে নিয়ে আলোচনা শুরু হয়। ডি ভিলিয়ার্সও জানান তিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন। কিন্তু করোনায় থেমে আছে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’-র ফিরে আসার প্রক্রিয়া। ডি ভিলিয়ার্স বলেন, ‘যদি টুর্নামেন্ট আগামী বছর চলে যায় তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে। এ মুহূর্তে আমি নিজেকে এভেইলেবল রাখছি। ফিট আছি। আমি ঠিক নিশ্চিত নই আগামী বছর আমার শরীর কেমন অনুভব করে। যদি ভালো অনুভব করে তাহলে আমি নিজেকে ফিট মনে করবো। যেভাবে আমি নিজেকে শতভাগ চাই, সেভাবে পেলে অবশ্যই খেলার জন্য তৈরি থাকবো। কিন্তু আমি ওই ধরনের কেউ নই যে ৮০ ভাগ থাকলেও খেলতে চাইবে। আমার জন্য শতভাগ ফিটনেস জরুরী।’ বিশ্বকাপের আগে জুনে দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কার মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল এবং জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি খেলার সূচি আছে। করোনার কারণে সিরিজগুলো হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চিয়তা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট