চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চার ম্যাচে সালমাদের প্রাপ্তি ‘শূন্য’

৩ মার্চ, ২০২০ | ৩:৫১ পূর্বাহ্ণ

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষটাও হার দিয়েই করেছে সালমা খাতুনের দল। শ্রীলংকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে চার ম্যাচে তাদের ফিরতে হচ্ছে শূন্যহাতে। মেলবোর্নে টস জিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশ। খেলতে নেমে প্রতিপক্ষের ওপর তেমন কোনও চাপই সৃষ্টি করতে পারেনি তারা। উল্টো ধুঁকে ধুঁকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। দ্বিতীয় ওভারে মুরশিদার বিদায়ে প্রথম উইকেট পতনের শুরু। ৫৭ রানে পড়েছে ৫ উইকেট। ব্যতিক্রম ছিলেন শুধু নিগার সুলতানা। তার ৩৯ রানের সর্বোচ্চ ইনিংসেই কিছুটা পুঁজি পায় বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করতে পারে ৯১ রান। শ্রীলংকার হয়ে ৪ উইকেট নিয়েছেন অবসরের অপেক্ষায় থাকা অফস্পিনার শশিকলা সিরিবর্ধনে। টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের দৃষ্টান্ত গড়ে ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। জবাবে শ্রীলংকা ১৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে। দুই ওপেনার মিলে তুলেছেন ৫১ রান। চামারি আতাপাত্তুকে ৩০ রানে ফিরিয়েছেন নাহিদা। তবে ওপেনার হাসিনি পেরেরা (৩৯) ও আনুশকা সঞ্জীবনী (১৬) মিলে জয়ের বন্দরে নোঙর ফেলেছেন। লংকানরা টুর্নামেন্ট শেষ করলো সান্ত¡নার এই একটি জয়ে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট