চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সালমারা

৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। ২২ দিন আগেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সালমারা। ব্রিসবেনের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা ৬টার ফ্লাইটে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যাওয়ার আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপে দুই জয়ের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। ব্রিসবেন হয়ে গোল্ডকোস্টে যাবে বাংলাদেশ দল। সেখানে বিসিবির খরচে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প চলবে। ১৪ ফেব্রুয়ারি থেকে আইসিসির অধীনে মেলবোর্নে ক্যাম্প করবেন সালমা-রুমানারা। মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ ৫টি প্রস্তুতি ম্যাচ খেলবে। দেশ ছাড়ার আগে একাডেমি মাঠে জাহানারা নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘আমরা মনে করছি এটা আমাদের ফিউচার ডিসাইডিং টুর্নামেন্টে। এখানে যদি আমরা ভালো করতে পারি তাহলে নারী ক্রিকেটেকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। একটি ম্যাচ জিততে পারলেই আমরা র‌্যাঙ্কিংয়ে চলে আসবো। তবে আমাদের লক্ষ্য অন্তত দুটি ম্যাচ জেতা।’ জাহানারার মতো অধিনায়ক সালমাও একই লক্ষ্যের কথা জানিয়েছেন, ‘আমাদের এবার লক্ষ্য হচ্ছে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোয়ালিফাইং খেলতে না হয়। ম্যাক্সিমাম আমাদের দুটি ম্যাচ জিততে হবে, ওই লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট