চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

লিঙ্গ সমতা ও নারীর অধিকার

৮ মার্চ, ২০২০ | ২:৪৪ পূর্বাহ্ণ

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ বেশ সাড়ম্বরে পালিত হচ্ছে আর্ন্তজাতিক নারী দিবস ২০২০। এ বছর দিবসটির প্রতিপাদ্য হল, ‘সবার জন্য সমতা’। এবারের নারী দিবসের স্লোগান সবাইকে মনে করিয়ে দেবে লিঙ্গসমতা বিশ্ব তৈরিতে সহায়তা করা সবার নৈতিক দায়িত্ব। বেইজিং ঘোষণাপত্র এবং কাজের জন্য প্ল্যাটফর্ম সৃষ্টির পঁচিশ বছর পরে-লিঙ্গ সমতার জন্য একটি প্রগতিশীল রোডম্যাপ তৈরির মাধ্যমে এই সময়টাকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার সাহসী সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। সময় এসেছে নারীর সম উন্নয়ন ও সম মর্যাদা সৃষ্টির ক্ষেত্রে এ যাবৎকালের সকল সমস্যা ও ফাঁক-ফোকড়গুলো পূরণ করার। লিঙ্গ সমতার প্রচারণা প্রতিটি লিঙ্গ, বয়স, জাতি, ধর্ম এবং রাষ্ট্রের মানুষকে একত্রিত করে এমন একটি পরিবেশ হয়তো সৃষ্টি করবে যা আমাদের সকলের প্রাপ্য লিঙ্গ-সমমানের বিশ্ব তৈরি করবে। আমরা সবাইকে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা অবসানের লক্ষ্যে একত্রিত করতে চাই; আমরা চাই সকলের জন্য অর্থনৈতিক ন্যায়বিচার এবং অধিকার। চাই শারীরিক স্বায়ত্বশাসন, চাই যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার এবং নারীর নিরাপত্তার বাস্তববাদী সকল পদক্ষেপ। লিঙ্গ সমতা চাই প্রযুক্তি এবং উদ্ভাবনে। চাই নারীবাদী নেতৃত্ব। কেননা একই সাথে আমরা বিশ্বাস করি, একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সফলতার জন্য জেন্ডার সমতা অপরিহার্য। একটি লিঙ্গসম বিশ্ব অনেক বেশি স্বাস্থ্যকর ও আনন্দপূর্ণ হতে পারে। আর তাই লিঙ্গ সমতা অফিসিয়াল বোর্ডরুম, সরকার, মিডিয়া কভারেজ, কর্মক্ষেত্র, ক্রীড়া, স্বাস্থ্য ও সম্পদে, মাঠে-ঘাটে সর্বোপরি পরিবারে লক্ষণীয় হওয়া জরুরি। লিঙ্গসম বিশ্ব হতে পারে একটি সক্ষম ও সফল বিশ্ব। স্বতন্ত্রভাবে আমরা সকলেই আমাদের দৈনন্দিন নিজস্ব চিন্তা-ভাবনা এবং কার্যকলাপের জন্য দায়বদ্ধ। আর তাই আমরা নারী-পুরুষ সবাই সক্রিয়ভাবে পক্ষপাতদুষ্ট বিশ্বের বিরুদ্ধে লড়াই করে, লিঙ্গ সমতার উপলব্ধি বিস্তৃত করে নারীর অবস্থার উন্নতি করতে এবং নারীর জন্য একটি সুষম বিশ্ব তৈরির পথ নিশ্চিত করতে পারি, যা নারীর প্রতি করুণা নয়, তার অধিকার। আসুন, সম্মিলিতভাবে, আমরা প্রত্যেকে লিঙ্গসম বিশ্ব তৈরির আন্দোলনের অংশ হই এবং নারীর এগিয়ে চলার পথকে সুগম করি। জয়তু নারী!
নুসরাত সুলতানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট