চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মায়ের শাড়ি

আনোয়ার হোসেন পিন্টু

৭ মে, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

পৃথিবীতে সবচেয়ে আনন্দের ও ভালোবাসার শব্দ হলো মা। শব্দটি যেমন মহৎ তেমনি ডাকটির মাঝে রয়েছে স্বর্গীয় সুখ। মায়ের মুখের হাসি দেখলে সন্তানের সুখ, পরম আনন্দ। মায়ের জন্যই আমরা এই সুন্দর পৃথিবীর বুকে আলো দেখতে পারছি। মায়ের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় ‘মা দিবস’। কেবল মায়েদের জন্যই এই দিন। যদিও মায়ের জন্য সন্তানের ভালোবাসা সারা বছরই থাকে। এরপরও বিশেষ দিনের বিশেষত্ব তো আছেই।

কোথায় ছিলাম, কোথায় যাবো-
হবে কি দেখা মায়ের সাথে,
মা যে আমার ঘুমিয়ে আছে
কদম মোবারক গোরস্থানে।

এমন ঘুমের কেমন মজা
তিরিশ বছর পার করে,
কত ডেকেছি পাশে দাঁড়িয়ে
উঠে না তবু মা রাগ করে।

আমি যে তোমার ছোট্ট ছেলে
জ¦ালিয়ে খেয়েছি তোমায় অনেক
মাফ চাইছি জড়িয়ে কবর
চোখ খোল মা একটি বারেক।
নাকের পাশে ধূসর তিলটি
আছে কি মা এখনো তোমার?
তিলের মুখে থুথু লাগিয়ে
খেতাম চুমো কত শতবার।

নামাজ পড়ার শাড়িখানি তোমার
শীতের দিনে গায়ে জড়াই,
কিছুতেই আর কাছে ঘেষে না
সেই শাড়িতেই শীত তাড়াই।

প্রায়শ তোমার বউ-মা বলে
‘শাড়িখানি দাও ধু’য়ে রাখি’
দিইনা ধু’তে হারায় পাছে
মায়ের গন্ধ গায়ে মাখি।

ঘনিয়ে এলো সন্ধ্যার আঁধার
পাড়ি দিতে হবে নতুন বাড়ি,
পরিয়ে দিও গায়ে আমার
কাফনস্বরূপ মায়ের শাড়ি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট