চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জবর খবর ২৯ বছর পর ইবনে বতুতা!

৩০ এপ্রিল, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

মাত্র ২১ বছর বয়সে ঘর ছেড়ে ছিলেন মরক্কোর এক যুবক। তার পরে প্রায় ২৯ বছর ধরে ঘুরে বেড়িয়ে ছিলেন বিশ্বের ৪৪ টি দেশে। তার নাম ইবনে বতুতা।
এক সময়ে তিনি এসে পৌঁছান ভারতে। সেই সময়ে ভারতের আনাচে-কানাচে ঘুরে ছিলেন তিনি।
তবে ঠিক কোন পথে তিনি ভারতে পা রেখেছিলেন, তা বলা কঠিন। খাইবার পাস বা আরো দক্ষিণের দিক দিয়ে শতদ্রু নদ পেরিয়েই সম্ভবত ভারতে ঢুকেছিলেন এই পর্যটক। পরবর্তীকালে, এক ভ্রমণবৃত্তান্ত লেখেন ইবন বতুতা। সংক্ষেপে যার নাম ‘রিহলা’, ইংরেজিতে ‘দ্য ট্রাভেলস’।
ইবনে বতুতার জন্ম হয় এক ইসলামিক প-িত পরিবারে। এবং তিনি যখন বাড়ি ছাড়েন মূলত মক্কার উদ্দেশ্যে, হজ করতে। তার লেখা থেকেই জানা যায় যে, সেই যুগে মরক্কো থেকে মক্কা যাতায়াত করতে মোটামুটি সময় লাগত ১৬ মাস। কিন্তু, ইবনে বতুতা বাড়ি ফিরেছিলেন প্রায় ২৪ বছর পরে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট