চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যমজ মন্দির-মসজিদে ৩৫০ বছর ধরে একইসঙ্গে চলছে রামলীলা ও নামাজ

আন্তর্জাতিক ডেস্ক

৫ অক্টোবর, ২০১৯ | ৩:১১ অপরাহ্ণ

বারাণসীর রাস্তায় একই সঙ্গে শোনা যায় নামাজ পাঠ ও রামায়ণের স্তোত্র। কারণ পাশাপাশিই রয়েছে লথ ভৈরব মন্দির ও লথ মসজিদ। রামলীলার সময় যখন শিল্পীরা রাম-রাবণের গান ধরেন, তখন একই প্রাঙ্গণে চলে নামাজ পাঠ। তিন শতাব্দীরও বেশি সময় ধরে এমনই সম্প্রীতির নজিরের দেখা মিলছে। হিন্দু-মুসলিমের কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম পালনের এই অভ্যেস এ বার ৩৫০ বছর পূর্ণ করল।

বারাণীসর রাজঘাট থেকে মাত্র ৫০০ মিটার দূরে রয়েছে এই জোড়া মন্দির-মসজিদ। দুটির প্রাঙ্গণ একই হওয়ায় হৃদ্যতা আরও বেড়েছে। মঙ্গলবার ফের দেখা গেল সেই ছবি। লথ ভৈরবের রামলীলায় যখন ‘জয়ন্ত নেত্র ভংগ’-এর পারফরম্যান্স চলছে, তখনই মাগরিবের প্রার্থনায় আল্লাহকে ডাকছেন মুসলিমরা। লথ ভৈরব মন্দিরের মুখপাত্র বিকাশ যাদব জানালেন, ‘১৫৪৩ সাল থেকে এই প্ল্যাটফর্মে রামলীলা অনুষ্ঠিত হচ্ছে। গত ৩৫০ বছর ধরে এখানে নামাজও চলছে। নবমীতে যখন এই দৃশ্যগুলির উপস্থাপনা হবে, তখন পাশাপাশি চলবে রামলীলা ও নামাজ।’

বিকেলের নামাজের অনেক আগেই শুরু হয় রামলীলা। চলে নামাজ পাঠের পর আরও ৩০ মিনিট পর্যন্ত। নামাজ পাঠের পর রামলীলার দর্শকদের সঙ্গে মিশে যান মুসলিমরাও। লথ মসজিদের কেয়ারটেকার আনিসুর রহমানের কথায়, ‘এটাই আমাদের সংস্কৃতি, এখানে হিন্দু-মুসলিমের সহাবস্থান রয়েছে। প্রতি বছর নামাজ ও রামলীলা একসঙ্গে অনুষ্ঠিত হয়। কখনও কোনও সমস্যা হয়নি। সূত্র: এই সময়

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট