চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাইজেরিয়ায় বোকো হারামে হামলায় নিহত ১৪

৩ মে, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম হামলায় ১৪ কাঠুরে নিহত হয়েছেন। বন থেকে কাঠ সংগ্রহ করার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়।
বোকো হারাম ২০০৯ সাল থেকেই উত্তর-পূর্ব নাইজেরিয়াতে ইসলামি শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। সেখান থেকে তারা নাইজার, চাদ এবং ক্যামেরুনে যেমন চালিয়েছে হামলা তেমন ঘটিয়েছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ। তাদের জঙ্গি তৎপরতায় ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ঘর হারিয়েছে লাখ লাখ মানুষ।
মঙ্গলবার রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়। কাঠুরেদের লাশ নাইজেরিয়ার বর্নো রাজ্যের মোঙ্গুনো শহরের দুওয়াবায়ি গ্রামের জঙ্গলের মধ্যে পাওয়া গেছে।
মোঙ্গুনোর বাসিন্দা কুলো গানা বলেন, ‘আজ সন্ধ্যায় মোঙ্গুনোতে ১৪টি লাশ আনা হয়েছে। স্থানীয়রা লাশগুলোকে সনাক্ত করতে থানায় গেছে।’ অপর বাসিন্দা বুনামি মুক্তার বলেন, নিহতদের শরীরে ‘গুলির চিহ্ন’ রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট