চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফ্রান্সে দুই বিমানের সংঘর্ষে নিহত ৫ 

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২০ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ফ্রান্সে একটি পর্যটনবিমানের সঙ্গে মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খরর পাওয়া গেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, দুটি বিমানে পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনই মারা গেছেন।

শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪ টায় লচেসে এই দুর্ঘটনা ঘটে।

ছোট মাইক্রোলাইট বিমানটিতে মাত্র দুজন যাত্রী ছিল। আর ডিএ ৪০ নামের পর্যটন বিমানটি তিনজন যাত্রী বহন করছিল। বিকাল সাড়ে ৪টার দিকে লচেসের মাঝআকাশে সংঘর্ষের পর একটি বাড়ির আঙিনায় দেয়ালের ওপর ভেঙে পড়ে মাইক্রোলাইট বিমাটি। তবে এ সময় মাটিতে থাকা কেউ আহত হয়নি।

অপরদিকে পর্যটন বিমানটি একটি জনশূন্য এলাকায় ভেঙে পড়ে।

বিবিসি জানিয়েছে, পর্যটন বিমানটি একটি বাড়ির বৈদ্যুতিক মিটারের ওপর ভেঙে পড়লে সেখানে আগুন ধরে যায়।

এই বিমান ‍দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে লচেস পুলিশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট