চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দিল্লির ২৯% মানুষের শরীরে করোনার এন্টিবডি

দিল্লির ২৯% মানুষের শরীরে করোনার এন্টিবডি

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২০ | ৭:২৬ অপরাহ্ণ

প্রায় এক তৃতীয়াংশ মানুষের শরীরে করোনা রোগ প্রতিরোধের এন্টিবডি পাওয়ার কথা জানিয়েছে ভারতের রাজধানী দিল্লি প্রশাসন।

সেরোলজিক্যাল সার্ভের পর দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, রাজধানীর ২৯.১ শতাংশ বাসিন্দার শরীরে করোনা ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে বলে দ্বিতীয় সেরো সমীক্ষায় দেখা গেছে।

ওই সমীক্ষায় আরও দেখা যায়, দিল্লির দক্ষিণ পশ্চিম জেলাতে সব থেকে বেশি মানুষ প্রায় ৩৩.২ শতাংশের মধ্যে এই এন্টিবডির অস্তিত্ব। বিজ্ঞানীদের ধারণা, ৪০ শতাংশ মানুষের শরীরে এন্টিবডি তৈরি হয়ে গেলে হার্ড ইমিউনিটির ব্যাপারটি শুরু হয়ে যাবে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শরীরে এন্টিবডি তৈরি হওয়া মানুষদের মোটামুটি আগামী ৬ থেকে ৮ মাস করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকবেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে পরিচালিত গত ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত এই জরিপের পর আগামী সেপ্টেম্বর ও অক্টোবরেও এমন জরিপ করার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের।

গত মাসে প্রতি মাসের শুরুতে এমন জরিপ করা হবে বলে জানায় দিল্লি সরকার।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট