চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২০ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ইউরোপের উদ্দেশে যাত্রা করা অভিবাসীদের বহনকরা একটি নৌকা ডুবে গেছে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জাতিসংঘের বরাত দিয়ে বুধবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর পক্ষ থেকে বুধবার বলা হয়, লিবিয়ার জাওয়ারা উপকূলে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৮০ জনের বেশি মানুষ ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করেছেন। জানা গেছে, জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে বেশিরভাগই আফ্রিকার দেশ সেনাগাল, মালি, চাদ এবং ঘানার নাগরিক।

এই ঘটনায় ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিভাসী সংস্থা (আইওএম) নিখোঁজদের উদ্ধারে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৮২ জন অভিবাসী ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় জেলেরা ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার বাসিন্দা রয়েছন।  

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট