চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

করোনা বধের নতুন ‘অস্ত্র’ পাঁপড়, ভারতীয় মন্ত্রীর দাবি

করোনা বধের নতুন ‘অস্ত্র’ পাঁপড়, ভারতীয় মন্ত্রীর দাবি

আন্তর্জাাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২০ | ৮:০৬ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাস ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিশ্ববাসী। নানা পরামর্শও দেয়া হচ্ছে। এই ভাইরাস ঠেকাতে নানা মুণির নানা মত চলছে প্রতিবেশি দেশ ভারতেও। কেউ গোমূত্র খাওয়ার পরামর্শ দিচ্ছেন তো কেউ আবার জানাচ্ছেন নাকে তেল দিয়ে করোনা তাড়ানোর উপায়। তবে এবার দেয়া হলো এক আজব পরামর্শ!

করোনা বধের ‘অস্ত্র’ হিসেবে এবার টোটকা পাঁপড়! ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল মহামারির সংক্রমণ মোকাবেলায় বাজারে আনলেন বিশেষ ধরনের পাঁপড়। তার দাবি, এই পাঁপড় খেলেই শরীরে এন্টিবডি তৈরি হবে। আর তাতেই কাবু হবে মহামারি করোনা।

করোনার বিরুদ্ধে এটি কতখানি পারদর্শী, তার বিস্তারিত বর্ণনাও দিয়েছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তার এমন অদ্ভুত দাবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময়ও নেয়নি। ‘ভাবিজি পাঁপড়ে’র উদ্বোধনে করার সময় অর্জুন মেঘওয়াল বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় এই পাঁপড় অত্যন্ত কার্যকরী। মোদি সরকারের আত্মনির্ভর অভিযানে শামিল হয়েই এই পাঁপড় বানিয়েছে ব্র্যান্ডটি।’

কেন্দ্রীয় মন্ত্রীর এমন দাবিতে বেশ বিরক্ত নেটিজেনরা। নেটদুনিয়ায় রীতিমতো উঠেছে সমালোচনার ঝড়ও।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন