চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে রাসায়নিক কারখানার গ্যাস লিক হয়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন, ২০২০ | ১:৩৪ অপরাহ্ণ

ভারতের অন্ধ্র প্রদেশের একটি ওষুধ কারখানায় গ্যাস লিক হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে সেই  কারখানায় থাকা আরও চার কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে। 

সোমবার রাতে বন্দর শহর বিশাখাপত্তনমের পারওয়ারা এলাকায় সেইনর লাইফ সায়েন্সেস এর একটি ইউনিট থেকে গ্যাস লিক করা শুরু করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, সাইনোর লাইফ সায়েন্সেস নামে এক সংস্থায় এই দুর্ঘটনা ঘটলেও, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এমন কথাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।

এ দিন ভোরে পারওয়াদা থানার আধিকারিক উদয় কুমার জানিয়েছেন, ‘পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। যে দুই কর্মী মারা গিয়েছেন, তারা গ্যাস লিক করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কোথাও গ্যাস ছড়িয়ে পড়েনি।’  আজ সকালে মুখ্যমন্ত্রীর কার্যালয় জানানো হয়েছে,  মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি এই ঘটনার তথ্য চেয়ে পাঠিয়েছেন। 

মাত্র কয়েকদিন আগেই,  অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিকের ঘটনায় ১১ জনের মৃত্যু এবং ১,০০০ জনের বেশি মানুষ অসুস্থ হয়েছেন, মৃতদের মধ্যে রয়েছে দুজন শিশুও।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট