চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১২ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে মারা গেলেন চবি শিক্ষক ও কর্মচারী
কক্সবাজারে ৫ রোহিঙ্গাসহ আরও ৮৯ জন করোনা রোগী শনাক্ত

ভারতে লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩১৬৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২০ | ১:১১ অপরাহ্ণ

বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে করোনাভাইরাস ( কোভিড-১৯)। পুরো বিশ্বেই এখন নাজেহাল অবস্থা। এদিকে ভারতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১ হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে। এতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৩ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৭০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে চলা লকডাউন ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে বিভিন্ন রাজ্যেই এই লকডাউন শিথিল করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্য মার্কেট, স্থানীয় যানবাহন, এমনকি সেলুন পর্যন্ত খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তবে স্কুল, কলেজ, থিয়েটার, মল বন্ধই আছে বলে জানিয়েছে এনডিটিভি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, এই মহামারির বিরুদ্ধে লড়তে ভারত সময়মত সকল পদক্ষেপ নিয়েছে।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট