চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

৮ মে, ২০২০ | ১:৪৫ অপরাহ্ণ

করোনাকালে ইরানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। এতে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে পালাতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, শুক্রবার (৮ মে) প্রথম প্রহরে ভূমিকম্পটি আঘাত হানে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর শুক্রবার ভোরে এ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় লেখেন, তেহরানের পূর্বাঞ্চলীয় অংশে ভূমিকম্প থেকে বাঁচতে গিয়ে এক ব্যক্তি মারা গিয়েছেন।

মৃতদের একজন তেহরানের ২১ বছর বয়সী তরুণী, যার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল এবং আরেকজন দামাবন্দের ৬০ বছর বয়সী বৃদ্ধ, যিনি মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

এদিকে রাত থেকে যারা বাইরে অবস্থান করছেন, করোনাভাইরাস প্রতিরোধে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ১৩৫ জন এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৮৬ জনের।

এই ভূমিকম্পের পর আরও বেশ কয়েকটি ছোট ছোট ভূ-কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।

ইরানে এমন এক সময় এই ভূমিকম্প আঘাত হানলো যখন করোনা মহামারি সামলাতে হিমসিম খাচ্ছে তেহরান সরকার। করোনায় এ পর্যন্ত দেশটির ১ লাখ ৩ হাজার ১৩৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ৬ হাজারের বেশি মানুষ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট