চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত ১৭৯

করোনা মোকাবিলায় সফল দ. কোরিয়া শিথিল করছে লকডাউন

২০ এপ্রিল, ২০২০ | ৩:৩০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় মাত্র ৮ জন রেকর্ড করা হয়েছে।
করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো এই দেশটির প্রধানমন্ত্রী চুন সাই কিয়ুন রোববার বলেছেন, তারা এখন লকডাউনের বিধি-নিষেধ শিথিল করার প্রক্রিয়া শুরু করছেন। মধ্য-ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটিতে আক্রান্ত একক সংখ্যার ঘরে নেমে এসেছে রোববার। প্রধানমন্ত্রী চুন সাই কিয়ুন বলেছেন, সরকার দেশের পাবলিক আউটডোর স্থাপনা খোলার বিষয়ে বিবেচনা এবং বিশেষ পরিস্থিতিতে খেলাধুলার স্থাপনা এবং রেস্টুরেন্ট খোলা রাখার ব্যাপারে নির্দেশনাগুলো শিথিল করবে।
তবে করোনার বিস্তাররোধে দেশটিতে জারিকৃত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে উঠা শতাধিক ব্যক্তি ফের এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, নতুন করে আরও ১৬ জন সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৯। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট