চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় ১৮৯১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২০ | ১২:৪৭ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৮৯১ জনের মৃত্যু হয়েছে। তবে আগের দুই দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যুর হার কিছুটা হলেও কমেছে যুক্তরাষ্ট্রে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন মৃতের সংখ্যা ১,৮৯১ জন বলে জানিয়েছে। এর আগে করোনায় শুক্রবার দেশটিতে মৃত্যু হয়েছিল ৩,৮৫৬ জনের। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪,৪৯১ জনের।

আগেই শীর্ষে অবস্থান নেওয়া দেশটিতে মোট করোনায় আক্রান্তে মৃত্যুর সংখ্যা শনিবার পর্যন্ত দাঁড়িয়েছে ৩৮,৬৬৪ জনে।

আক্রান্তের দিক থেকেও সবার ওপরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি, ৭ লাখ ৩২ হাজার ১৯৭ জন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রবাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে করোনায় শনিবার ইউরোপ জুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। এর অর্থ করোনায় এখন পর্যন্ত মোট মৃতের দুই-তৃতীয়াংশই ইউরোপের।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫০০।

মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরের স্থানেই রয়েছে ইতালি, ২৩,২২৭। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি, ১ লাখ ৭৬ হাজার ছুঁই ছুঁই।

মৃত্যুর তালিকায় তৃতীয়স্থানে আছে স্পেন, ২০ হাজার ৬০০ ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৯৪ ছাড়িয়েছে।

১৯ হাজার ৩০০ ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় চতুর্থস্থানে ফ্রান্স। পঞ্চমস্থানে আছে যুক্তরাজ্য, ১৫ হাজার ৪০০ ছাড়িয়েছে। ভারতে করোনা আক্রান্ত ১৫ হাজার ৭০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫২১ জন।

যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৩৬ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৮০৪ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৪ হন। এদের মধ্যে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট