চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আফগান বাহিনীর হাতে ২৭ তালেবান নিহত

১৩ এপ্রিল, ২০২০ | ২:০৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত শনিবার তাদের হাতে আফগানিস্তানের অন্তত ২৭ তালবান নিহত হয়েছে। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে।
আফগান নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় বাদাখশান প্রদেশের ওয়ারদুজ এবং নুশাই এলাকায় বিমান ও স্থল অভিযানের সময় ২৭ তালেবান মারা যায়।
এ দুটি অঞ্চলে তালেবান বড় রকমের হামলার পরিকল্পনা করছিল কিন্তু আফগান নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাদের সে পরিকল্পনা নস্যাৎ করে দেয়। অভিযানের সময় অন্তত নয় তালেবান আহত হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই জানান, তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় কোনো বেসামরিক লোকজন হতাহত হয় নি।
তবে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধাপরাধ। আফগান অভিযানের সময় বহু ঘরবাড়ি ও ফসলের ক্ষেত বিনষ্ট হয়েছে বলেও তিনি দাবি করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট