চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

করোনা রুখতে মোদির ‘মহাশক্তি’

অনলাইন ডেস্ক

৩ এপ্রিল, ২০২০ | ৩:৩৮ অপরাহ্ণ

করোনাভাইরাস রুখতে এবার নতুন এক পরামর্শ দিলেন নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (৩ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব মানুষের প্রতি নতুন এই বার্তা দিলেন তিনি। আগামী রবিবার (৫ এপ্রিল) রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করেছেন মোদি।

দেশবাসীর প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগামী রবিবার (৫ এপ্রিল) রাত ৯টায় আমি আপনাদের কাছ থেকে ৯ মিনিট সময় চাইছি। ওই সময়ে বাড়ির সব আলো বন্ধ করে ঘর বা বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ বা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালান। এতেই মহাশক্তির প্রকাশ ঘটবে। এই শক্তির মাধ্যমেই প্রকাশ পাবে আমরা কেউ একা নই, একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আছি। ২৪ মার্চ দেশ জুড়ে ২১ দিনের লকডাউন করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদি, তার ঠিক ৯ দিন পরে এটাই দেশবাসীর প্রতি তার প্রথম বার্তা। এর আগে ভারতে করোনা মহামারী ক্রমশই মারাত্মক উদ্বেগের কারণ হয়ে ওঠার পর দু-দু’বার জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। তার প্রথম ভাষণে, তিনি একদিনের জন্যে জনতা কারফিউ করার আহবান জানিয়েছিলেন এবং ২৪ মার্চ দ্বিতীয় ভাষণে তিনি করোনার বিস্তার রোধে গোটা দেশে লকডাউন চালু করার ঘোষণা দেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও এক বৈঠক করেন এবং লকডাউন পর্ব শেষ হওয়ার পরে জনগণের জীবনযাত্রা যাতে সুরক্ষিত থাকে তার জন্যে একটি বিশেষ পরিকল্পনা নেওয়ার কথা বলেন তিনি। করোনা ভাইরাসের বিরুদ্ধে সব রাজ্যকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে ভারতে ২১ দিনের লকডাউন চলার সময়েও ক্রমশ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ভারতে মোট ১ হাজার ৯৬৫ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন