চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার করোনায় আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২০ | ৫:৫৭ অপরাহ্ণ

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কোনো দেশের সরকারপ্রধান হিসেবে তিনিই প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর আগে বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লস।

টুইটারে এক ভিডিও বার্তায় আজ শুক্রবার (২৭ মার্চ) বরিস জনসন জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ আসার পর তিনি নিজেকে সবার থেকে আলাদা (আইসোলেশন) রেখেছেন।

রয়টার্সের খবরে জানানো হয়, জনসনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ‘মৃদু উপসর্গ’ দেখা দেয়। এরপর পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে তার।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন বরিস জনসন। তার মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের সাধারণ লক্ষণ রয়েছে।

ভিডিও বার্তায় জনসন বলেন, “আমি এখন সেলফ আইসোলেশনে আছি। তবে ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের কাজের নেতৃত্বে দেবো। একইসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা হবে।”

একই টুইটে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ‘ঘরে থাকুন এবং নিরাপদ জীবনযাপন করুন’ এই আহ্বানও জানিয়েছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের টু্ইট করা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট