চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সতর্ক করলেন রাহুল গান্ধী

আগামী ছয় মাসেই আর্থিক বিপর্যয় দেখবে ভারত!

১৮ মার্চ, ২০২০ | ২:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের হার বাড়তে থাকায় দেশবাসীকে সতর্ক করলেন রাহুল গান্ধী। তিনি বলেন, এখনই সতর্ক না হলে আগামী ছয় মাসের মধ্যে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে ভারত।
গত সোমবার সংসদের বাইরে সাংবাদিকদের কথাগুলো বলেছেন তিনি। রাহুল গান্ধী করোনা ভাইরাসকে সুনামির সঙ্গে তুলনা করে বলেছেন, ‘আমি একটা গল্প বলছি।
সুনামির আগে আন্দামান-নিকোবরে পানির স্তর বেড়ে গিয়েছিল। মানুষ মাছ ধরার জন্য সমুদ্রে নেমে পড়েছিলেন। তারপরই জলোচ্ছ্বাস হয়।’ করোনাভাইরাস নিয়েও সরকার সে রকমই বোকামি করছে বলেই তার মত।
কারণ কিভাবে দেশবাসীকে এর থেকে বাঁচাতে হয়, তা স্পষ্ট নয় সরকারের কাছে। এমনকি তিনি বারবার সরকারকে এ বিষয়ে সচেতন করেছেন। তা সত্ত্বেও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। রাহুল গান্ধী বলেন, দেশের জন্য কতোটা যন্ত্রণার সময় আসতে চলেছে তা বুঝতে পারছেন না। ভারতের অর্থনীতি পুরোপুরি বিপর্যস্ত হতে চলেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট