চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্ট্যাটাসে মোদিকে ধুয়ে দেয়া অধ্যাপক গ্রেফতারে তোলপাড় সোশ্যাল মিডিয়া

২ মার্চ, ২০২০ | ১:৫৯ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে সিএএবিরোধীদের ওপর হিন্দুত্ববাদীদের তা-ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে গ্রেফতার হয়েছেন আসমের বাঙালি অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত।

ওই স্ট্যাটাসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একরকম ধুয়ে দেন তিনি। তিনি লিখেছিলেন, ‘আমরা এক গণহত্যাকারীকে দুইবার নির্বাচিত করেছি।’ পরদিনই গ্রেফতার হন সৌরদীপ। সৌরদীপের এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন গুরুচরণ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

তার পক্ষে অনেকেই স্ট্যাটাস দিলে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়। এই গ্রেফতারের নিন্দা জানানো হয়েছে আসাদের কংগ্রেস ও সিপিএম পার্টি থেকেও। সিপিএস নেতা ও পলিট ব্যুরোর সদস্য মুহাম্মাদ সেলিম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ‘ভারতে এখন আর গণতন্ত্র নেই। মোদির বিরুদ্ধে কোনা কথা বললেই গ্রেফতার হতে হয়। বিজেপি রেসিয়াল ডেমোক্রেসির চর্চা শুরু করেছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট