চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

করোনায় আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

পূর্বকোণ ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৫৪ পূর্বাহ্ণ

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রীর পর এবার করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ ইরানে এ পর্যন্ত ২৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে এরই মধ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে চীনের পর এখন পর্যন্ত ইরানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকায় ইরানের রাজধানী তেহরানে শুক্রবারের জুমার নামাজ বাতিলের বিষয়টি চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, মুসলমানদের পবিত্র

কিছু স্থাপনাতে লোকজনের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা রয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের আগে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন হবে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পুরো চীনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। বৃহস্পতিবার পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চীনের মূল ভূখ-ের বাইরে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট